• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

রংপুরে ঠাকুরপাড়ায় হামলার ঘটনায় আরও ৫ আসামি কারাগারে

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২১  

Find us in facebook

Find us in facebook

রংপুরে হিন্দু অধ্যুষিত ঠাকুরপাড়ায় হামলা চালিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেওয়াসহ মালামাল লুট ও তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলায় আরও ৫ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এ নিয়ে ঠাকুরপাড়ায় হামলার ঘটনায় মোট ৬০ আসামির জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানো হল।

আসামিরা হলেন আশরাফুল ইসলাম, মোসলেম উদ্দিন, শাহজাহান আলী, দেলোয়ার হোসেন ও এসএম জোনায়েদ হোসেন।

গতকাল বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ শাহিনুর এ আদেশ দেন।

এর আগে ২৭ জানুয়ারি ৫ জন ও ১৮ জানুয়ারি ৬ আসামি আত্মসমর্পণ করলে তাদেরও জেল হাজতে পাঠানো। এছাড়া ৫ জানুয়ারি একই মামলায় আরও ৪৪ জন আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। 

আসামি পক্ষের আইনজীবী শফি কামাল ও একরামুল হক জানান, ওই ঘটনায় দায়ের করা মামলায় ৫ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এই মামলায় এখন পর্যন্ত ৬০ আসামীর জামিন নামঞ্জুর করেছে আদালত। 

উল্লেখ্য, ২০১৭ সালের ১০ নভেম্বর ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে হিন্দুপল্লী ঠাকুরপাড়ায় হামলা চালিয়ে অর্ধশতাধিক বাড়িঘরে অগ্নিসংযোগ ও মালামাল লুট করা হয়। এ ঘটনায় রংপুরের গঙ্গাচড়া থানায় একটি মামলা হয়। পরে পুলিশ তদন্ত করে ২৬৮ জনের নামে চার্জশিট দাখিল করে। আদালত চার্জশিট গ্রহণ করে আসামিদের নামে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

Place your advertisement here
Place your advertisement here