• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

রংপুরে অবৈধ বালু ব্যবসায়ীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২১  

Find us in facebook

Find us in facebook

রংপুরে ঘাঘট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় আলম মিয়া নামে এক বালু ব্যবসায়ীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

গতকাল বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর আরাজি ধর্মদাস পানিবাড়ি এলাকার থেকে তাকে আটক করে জেলহাজতে পাঠানো হয়। আটক হওয়া আলম মিয়া নগরীর তাজহাট এলাকার বাসিন্দা।

এলাকাবাসী জানান, আলম মিয়া নগরীর পানবাড়ি সেতুর নিচ থেকে ঘাঘট নদের বালু অবৈধভাবে উত্তোলন করে আসছিলেন। এতে ওই এলাকার শতাধিক পরিবারের আবাদি জমি ও বসতবাড়ি ভেঙে যাচ্ছে। এ ব্যাপারে এলাকাবাসী অভিযোগ করলেও বন্ধ হয়নি বালু উত্তোলন। ফলে তারা বাধ্য হয়ে বৃহস্পতিবার সকালে বালু ব্যবসায়ী আলম মিয়াকে আটক করে বিক্ষোভ করেন। পরে খবর পেয়ে রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি) আলতাব হোসেন বলেন, ‘ঘাঘট নদী থেকে অবৈধভাবে বালু তোলায় ঘটনাস্থল থেকে বালু ব্যবসায়ী আলম মিয়াকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।’

Place your advertisement here
Place your advertisement here