• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

রংপুরে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়লো ১৩ টি বসতবাড়ি   

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ মার্চ ২০২০  

Find us in facebook

Find us in facebook

রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের ফরিয়া পাড়ায় অগ্নিকান্ডে ১৩ টি পরিবারের প্রায় ১৭ টি টিনশেড ঘর, গরু,ছাগল, ঘরের আসবাবপত্র ও নগদ লক্ষাধিক টাকা আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে গেছে।

এতে ক্ষতির পরিমাণ প্রায় ২৬ লক্ষাধিক টাকা। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত ২টার দিকে। রংপুর ফায়ার সার্ভিস কতৃপক্ষ আসলেও তার পূর্বে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ধারনা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত।

এদিকে বর্তমানে খোলা আকাশের নিচে অসহায় ১৩টি পরিবারের ৩০ জন সদস্যকে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে ।

প্রত্যক্ষ্যদর্শী, রাসেদুল, আলমগীর, কাদের মিয়া বলেন, রাত ২টার কিছুক্ষণ পরেই নুরুজ্জামান মিয়ার বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়।খুব অল্প সময়ের মধ্যেই আগুন আমাদের বাড়ি-ঘর ছাইয়ে পরিনত করে দেয়।আগুনের হাত থেকে রক্ষা পায় নি গরু -ছাগলও।

সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি মুঠো ফোনে জানান,বিষয়টি খুবই দু:খজনক।আমি ঘটনাস্থলে যাচ্ছি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসহায় পরিবার গুলোর মাঝে শুকনা খাবার,কম্বল,শাড়ি-লুঙ্গী বিতরন করবো।

Place your advertisement here
Place your advertisement here