• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

মানব পাচারে সীমান্তবর্তী ২০ জেলা বেশি ঝুঁকিপূর্ণ   

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ মার্চ ২০২০  

Find us in facebook

Find us in facebook

রংপুর বিভাগের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁওসহ দেশের বিশটি জেলা থেকে প্রায় তিন লাখ নারী, পুরুষ ও শিশু পার্শ্ববর্তী দেশ ভারতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাচার হচ্ছে। এছাড়া অন্যান্য দেশের জেলাতেও মানব পাচারের হার আশঙ্কাজনক হারে বাড়ছে।

শনিবার (৭ মার্চ) দুপুরে রংপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মানব পাচার রোধে করণীয় শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বেসরকারি উন্নয়ন সংস্থা নারী মৈত্রীর প্রকল্প প্রধান মোমেনুল হক মোমেন।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন- নারী মৈত্রীর লিগ্যাল অ্যাডভাইজর আইনজীবী গোলাম মাওলা চৌধুরী, রংপুর প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবু, সাধারণ সম্পাদক রফিক সরকার, রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক প্রমুখ।

তিনি বলেন, ‘পাচারকারীরা ভালো চাকরির প্রলোভন দেখিয়ে এই অপরাধ চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন সীমান্ত হয়ে বাহিরের দেশে নিয়ে দালালদের হাতে মোটা টাকার বিনিময়ে তাদের তুলে দেওয়া হয়।’

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ট্রাফিকিং ইন পারসন শীর্ষক রিপোর্টের বরাত দিয়ে তিনি আরও বলেন, ‘প্রতিবছর বাংলাদেশ থেকে প্রায় আট লাখ মানুষ পাচার হচ্ছে। মানব পাচারে ঝুঁকিপূর্ণ ১৮৭টি দেশের সূচকে বাংলাদেশ বর্তমানে নজরদারিতে দ্বিতীয়তে রয়েছে। পাচারের শিকার নারীদের মিথ্যা প্রলোভন দেখিয়ে প্রতিবেশী দেশগুলোতে পতিতাবৃত্তির কাজে নিয়োগ করেছে। এছাড়াও অনেক নারী, শিশু ও পুরুষদের যৌন শোষণ, গৃহ দাসত্ব ও উটের জকি হিসেবে কাজ করতে বাধ্য করা হচ্ছে।’

Place your advertisement here
Place your advertisement here