• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

পুলিশে বাহিনীতে পরিবর্তনের হাওয়া লেগেছে: এসপি বিপ্লব 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ মার্চ ২০২০  

Find us in facebook

Find us in facebook

পুলিশ বাহিনীতে পরিবর্তনের হাওয়া লেগেছে বলে মন্তব্য করেছেন রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।

শনিবার (৭ মার্চ) দুপুরে জেলা পুলিশ আয়োজিত মাসিক কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. আবু মারুফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) মো. ফজলে এলাহী, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মারুফ আহম্মেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) মো. আরমান হোসেন, জেলা বিশেষ শাখার ডিআই একেএম শরিফুল আলম। সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. আনোয়ার হোসেন।

তিনি বলেছেন, আমরা হতে চাই স্বপ্নের পুলিশ। জনগণের পুলিশ হতে পরিবর্তনের হাওয়া লেগেছে। পুলিশ বদলে গেছে। ২০৪১ সালে আমরা উন্নত বাংলাদেশের উন্নত পুলিশ হতে চাই। সেই অনুপ্রেরণা নিয়ে এগুতে হবে।

এসপি বিপ্লব বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের মন জয় করে দেশ স্বাধীন করেছিলেন। এজন্যই ২০২০ এ স্লোগান হয়েছে ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’। পুলিশ সদস্যদের জন্য মুজিব বর্ষ হোক সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার বছর।

সভায় আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। সভার শেষে জেলায় কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে পিআরএল প্রাপ্তদেরকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করেন এসপি বিপ্লব কুমার সরকার।

এসময় রংপুরের আটটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Place your advertisement here
Place your advertisement here