• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

রংপুরে আদা চাষে মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২০  

Find us in facebook

Find us in facebook

রংপুরের পীরগাছায় কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, রংরক্ষণ ও বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার পারুল ইউনিয়নের আরাজি চালুনিয়া গ্রামের আদা চাষী সাইদুল ইসলাম খানের বাড়ির উঠানে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পীরগাছা কৃষি অফিসার শামীমুর রহমানের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ আফতাব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমাদের প্রতিদিন পত্রিকার বার্তা সম্পাদক সৈয়দ বোরহান কবীর বিপ্লব, উপ-সহকারী কৃষি অফিসার রেজাউল হক, আমিনুল ইসলাম ও সাইফুল বারী প্রমুখ।

উল্লেখ্য, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্বাবধানে কৃষক সাইদুল ইসলাম খান ৬৫ শতাংশ জমিতে আদা চাষ করে বীজ উৎপাদন করেছেন। তিনি আশা করছেন উৎপাদিত আদা বীজ তিনি ৫ লক্ষাধিক টাকায় বিক্রয় করবেন।

Place your advertisement here
Place your advertisement here