• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

রংপুরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগীতা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২০  

Find us in facebook

Find us in facebook

রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করিনী ইউনিয়নের পালিচড়া কেশবপুর গ্রামে গ্রামবাসীদের উদ্যোগে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। গ্রামীন ঐহিত্য ধরে রাখতে ও নতুন প্রজন্মের কাছে ঘোড় দৌড় প্রতিযোগিতা পরিচিত করার লক্ষেই সোমবার বিকালে ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসময় আশপাশের গ্রামের হাজার হাজার নারী-পুরুষ ও উৎসুক শিশুরা প্রতিযোগিতাস্থলে উপস্থিত হন।ঘোড়া দৌড় প্রতিযোগীতায় সদর উপজেলাসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে ৩৫ জন খেলোয়াড় তাদের নিজ নিজ ঘোড়া নিয়ে ঘোড়া দৌর প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন।

পরে তিনটি গ্রুপে ভাগ করে খেলা অনুষ্ঠিত হয়।এবং তিনটি গ্রুপ এ,বি,সি এর ১ম,২য় ও ৩য় স্থান-কারীদের নিয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।এবং পরে খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করে অতিথি বৃন্দ।

ঘোড় দৌড় দেখতে আসা হেদায়তুল ইসলাম বাবু বলেন, ‘ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখে খুবেই ভালো লাগছে। এমন আয়োজনে হাজারো দর্শকের উপস্থিতিতে আবেগ আপ্লুত হয়েছি।আয়োজকদের মধ্যে ফিরোজ মিয়া বলেন,আগামীতেও আরো বড় পরিসরে এ প্রতিযোগিতার আয়োজন করা হবে’।

Place your advertisement here
Place your advertisement here