• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহরে বন্যায় জরুরি অবস্থা জারি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর অকল্যান্ডে টানা বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় দুজন নিহত হয়েছে। এতে অন্তত আরো তিনজন নিখোঁজ রয়েছেন। শহরটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

বন্যায় ভেসে যাওয়া একটি কালভার্টের ওপর থেকে শুক্রবার রাতে একজনের এবং শনিবার একটি গাড়ি পার্কিংয়ের জায়গা থেকে আরেকজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। শহরের অনেক জায়গায় বুক সমান পানিও দেখা দিয়েছে। বন্যার ফলে চরম ভোগান্তিতে পড়েছে অকল্যান্ডবাসী। শহরটির বিমানবন্দরে শুক্রবার রাতে অনেকে আটকা পড়েন। সব ফ্লাইট বন্ধ রয়েছে এবং টার্মিনালের বেশখানিকটা ডুবে গেছে।

দেশটির নতুন প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স সামরিক হেলিকপ্টারে করে অকল্যান্ডে গেছেন। জেসিন্ডা আরডার্ন পদত্যাগের পর গত বুধবার ক্রিস হিপকিন্স শপথ নেন। বন্যাকবলিত শহরে পৌঁছে প্রধানমন্ত্রী হিপকিন্স বলেন, অকল্যান্ডবাসীকে মনে রাখতে হবে, এই বৃষ্টি আরো বাড়তে পারে।

গত ১৫ ঘণ্টায়ই শহরটিতে গ্রীষ্ম মৌসুমের ৭৫ শতাংশ বৃষ্টিপাত হয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।

Place your advertisement here
Place your advertisement here