• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

হোয়াইট হাউসের প্রধানের পদে ফের পরিবর্তন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ মার্চ ২০২০  

Find us in facebook

Find us in facebook

মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের প্রধানের পদে ফের পরিবর্তন এনেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিক মুলভানির স্থলে নতুন চিফ অব স্টাফ হিসেবে নর্থ ক্যারোলাইনার রিপাবলিকান আইনপ্রণেতা মার্ক মিডোজকে এ পদে তিনি নিয়োগ দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

শুক্রবার এক টুইটবার্তায় এ খবর নিশ্চিত করেছেন ট্রাম্প। এদিকে মিক মুলভানিকে উত্তর আয়ারল্যান্ডে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। ক্ষমতায় আসার পর ৩৮ মাসের মধ্যে এ নিয়ে মোট চারবার চিফ অব স্টাফ বদলালেন ট্রাম্প। মুলভানির আগে এ পদে ছিলেন জন কেলি, তার আগে রেইনস প্রিবাস।

২০১৯ সালের জানুয়ারিতে হোয়াইট হাউসের প্রধান হিসেবে মুলভানিকে নিয়োগ দেন ট্রাম্প। তবে ফেব্রুয়ারি থেকেই ট্রাম্প চিফ অব স্টাফের পদ থেকে মুলভানিকে সরিয়ে দিতে পারেন বলে গুঞ্জন উঠেছিল। কারণ, সেসময় ট্রাম্পের অভিসংশন তদন্ত চলাকালে ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের বিতর্কিত চুক্তি নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন তিনি।

মুলভানি বলেছিলেন, ‘আমাদের এখানে এমনটা প্রায়শই হয়ে থাকে।’ এ মন্তব্যের জেরে মুলভানির ওপর বেশ চটেছিলেন ট্রাম্প। এছাড়া, হোয়াইট হাউসের অতি গুরুত্বপূর্ণ পদে থাকলেও মুলভানি কখনোই ট্রাম্পের অতি ঘনিষ্ঠ বলে বিবেচিত হননি।

অপরদিকে মিডোজ অনেক আগে থেকেই ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ২০১২ সালে সে সময়কার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জন্মস্থান নিয়ে বিতর্ক তুলে আন্তর্জাতিক গণমাধ্যমে জায়গা করে নিয়েছিলেন তিনি। এছাড়া জলবায়ু পরিবর্তন নিয়েও তার অবস্থান প্রায় ট্রাম্পের মতো বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো।

Place your advertisement here
Place your advertisement here