• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

এক ঘণ্টা এগিয়ে আসছে যুক্তরাষ্ট্রের ঘড়ির কাঁটা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ মার্চ ২০২০  

Find us in facebook

Find us in facebook

যুক্তরাষ্ট্রে ডে লাইট সেভিং বা দিনের আলোকে কাজে লাগানোর লক্ষ্যে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে দেয়া হচ্ছে। রোববার ভোররাত ২টায় দেশটির প্রায় সব জায়গায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে ৩টা বাজানো হবে।

ডে লাইট সেভিংয়ের কথা মাথায় রেখে প্রতি বছর এ সময় ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে দেয়া হয়। এতে যুক্তরাষ্ট্রে অফিস-আদালত এক ঘণ্টা আগে শুরু হয়। দেশটির প্রায় ৭০টি অঙ্গরাজ্য এ পদ্ধতিতে সময় পরিবর্তিত হবে। আইফোন বা অন্য কোনো ধরনের স্মার্টফোন ও কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে এ সময় বদলে যাবে। এই ব্যবস্থা অব্যাহত থাকবে ১ নভেম্বর রোববার রাত ২টা পর্যন্ত। নতুন এই সময়সূচি চালুর ফলে বাংলাদেশে যখন বেলা ১২টা বাজবে নিউইয়র্কে তখন রাত ১টা হবে। 

যুক্তরাষ্ট্রে বছরে দুই বার ডে লাইট সেভিংয়ের জন্য ঘড়ির কাঁটা এক ঘণ্টা পরিবর্তন করা হয়। এর ফলে একবার সামনে আরেকবার পেছনে করে এক ঘণ্টা পরিবর্তন করা হয়। ‘গ্রীষ্ম মৌসুমে এগোনো এবং শীতে পেছানো’ মূলত এই নীতির ওপর ভিত্তি করেই আমেরিকায় ঘড়ির কাঁটা এগিয়ে বা পিছিয়ে নেয়া হয়।

সূর্যের আলোর সুবিধাকে কাজে লাগিয়ে জ্বালানি সাশ্রয় করার ‘ডে লাইট সেভিংস টাইম’ পদ্ধতি যুক্তরাষ্ট্রে প্রথম বলবৎ হয় প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে।সূর্যের আলোর সুবিধাকে কাজে লাগিয়ে জ্বালানি সাশ্রয় করার উদ্যোগ এর আগে চালু করে অবশ্য জার্মানি। জার্মানিতে ১৯১৬ সালের ৩০ এপ্রিল থেকে ডিএসটি সময় পরিবর্তন শুরু হয়।

ইউরোপের কয়েকটি দেশসহ বিশ্বের আরো বেশ কয়েকটি দেশে সূর্যের আলোর সুবিধাকে কাজে লাগানোর জন্য একই পদ্ধতি কার্যকর আছে।

Place your advertisement here
Place your advertisement here