• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

চীনের কোয়ারেন্টাইনে ভবন ধস

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ মার্চ ২০২০  

Find us in facebook

Find us in facebook

চীনে করোনায় আক্রান্ত রোগীদের জন্য কোয়ারেন্টাইনে রূপান্তর করা একটি হোটেল ভবন ধসের ঘটনা ঘটেছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে দেশটির ফুজিয়ান প্রদেশের কুয়ানঝুহু শহরের জিনজিয়া নামের হোটেলে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।

পাঁচতলা বিশিষ্ট হোটেলটির ধ্বংস্তুপের ভেতর থেকে ২৮ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনও প্রায় ৭০ জন সেখানে আটকে রয়েছে বলে জানিয়েছে উদ্ধারকারী কর্তৃপক্ষ। তবে ঠিক কতজন এ ঘটনায় আহত বা নিহত হয়েছেন তা এখনও জানা যায়নি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা যায়, হোটেলটি পুরোপুরি ধসে পড়েছে।

হোটেলটি ২০১৮ সালে নির্মাণ করা হয়েছিলো। সেখানে মোট ৮০টি কক্ষ রয়েছে। দেশটির রাষ্ট্রীয় মিডিয়া নিশ্চিত করেছে যে হোটেলটি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ঘনিষ্ঠ সংস্পর্শে আসা লোকদের পর্যবেক্ষণ করতে ব্যবহার করা হচ্ছিল।

Place your advertisement here
Place your advertisement here