• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

ইতালিতে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ মার্চ ২০২০  

Find us in facebook

Find us in facebook

ইতালিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। শনিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৮ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯ জনে। এ ছাড়া নতুন করে আক্রান্ত হয়েছে ২৩৯ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১২৮। ইতালি স্বাস্থ্য কমিশন এ তথ্য নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ইতালির উত্তরাঞ্চলীয় লম্বার্ডি অঞ্চলে করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। শহরগুলোতে বন্ধ করে দেয়া হয়েছে বহু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সিনেমা হলসহ জনসমাগম স্থল।

এ কারণে ইতালি অর্থনৈতিক মন্দায় পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শহরের ক্যাফেগুলো খালি এবং বহু হোটেল বুকিং বাতিল হয়ে যাওয়ায় এই আশঙ্কা জোরালো হচ্ছে। অনেক প্রবাসী বাংলাদেশিও কর্মহীন হয়ে পড়েছে। ভ্রাম্যমাণ দোকান, রেস্টুরেন্ট, সুপার শপ গুলো বন্ধ করে দেওয়ায় প্রবাসীরা বেকার হয়ে পড়েছে। প্রাদুর্ভাব ঠেকাতে ব্যবস্থা নেয়া হয়েছে বলে আশ্বস্ত করেছে ইতালির সরকারি কর্মকর্তারা।

ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের চিন্তিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার। এ ছাড়া রোম দূতাবাসে প্রবাসী বাংলাদেশিদের জন্য হেল্পডেস্ক খোলা হয়েছে। ইতালিতে ১৫০০ ও ১১২ নম্বরে ফোন করে আক্রান্তদের যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।

ইতালিতে প্রায় দুই লাখ বাংলাদেশি বসবাস করছে। তবে প্রবাসী বাংলাদেশি কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা এমন খবর পাওয়া যায়নি।

Place your advertisement here
Place your advertisement here