• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

সজীব ওয়াজেদ জয়কে নিয়ে গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ অক্টোবর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে। এ বিষেয় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত। 

গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব ছড়ানো হয়, সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের হাইটেক অ্যান্ড টেকনোলজি বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন। এই গুজবটি ফেসবুকে ভাইরাল হলে অনেকেই খবরটি যাচাই-বাছাই না করেই এটিকে শেয়ার করে জয়কে অভিনন্দন জানানো শুরু করেন। পরে রাতে অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এটিকে মিথ্যা ও বানোয়াট বলে জানান।   

আরাফাত তাঁর ফেসবুক পোস্টে লেখেন, ‘প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশবিদ্যালয়ের হাইটেক অ্যান্ড টেকনোলজি বিভাগে অধ্যাপক হিসেবে যোগদান করেছেন- এ ধরনের একটি সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। খবরটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এ ধরনের মিথ্যা ও বানোয়াট খবরে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে।’

এর আগে রোববার অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত আরেকটি ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘বিএনপি-জামায়াতি গুজববাজ গোষ্ঠী গত বেশ কিছুদিন ধরে বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়ে একটি গুজব ছড়িয়ে যাচ্ছে। তারা বলছে সজীব ওয়াজেদ জয় নাকি মার্কিন যুক্তরাষ্ট্রে নেই, কারণ তাঁকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। এদের নিম্নমানের রুচি ও মিথ্যাচারের কোনো সীমা নেই। এদের রাজনীতি ঘুরপাক খায় নোংরামি, রুচিহীনতা ও মিথ্যাচারের আবর্তে।’ 

তিনি আরও লিখেছিলেন, ‘সজীব ওয়াজেদ জয় মার্কিন যুক্তরাষ্ট্রেই আছেন। গত বছর আমি যখন যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম তখন তার সাথে আমার দেখাও হয়েছিল। ৩ মাস আগেও সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে এসেছিলেন যুক্তরাষ্ট্র থেকেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের অধিবেশনে যোগদান শেষে এই মুহূর্তে ওয়াশিংটন ডিসির অদুরে ভার্জিনিয়ায় তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাসায় অবস্থান করছেন।’

Place your advertisement here
Place your advertisement here