• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

প্রধানমন্ত্রীর জন্মদিনে মাদ্রাসা শিক্ষার্থীদের ৭৭ বার কোরআন খতম

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিনে ভিন্নধর্মী আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ। দিনটি উপলক্ষে রাজধানীর মিরপুরের মনিপুর বায়তুল রওশন মাদ্রাসায় চারটি প্রতিষ্ঠানের ২৫০ জন কোরআনে হাফেজদের অংশগ্রহণে ৭৭ বার কোরআন খতম করা হয়। 

কোরআন খতম শেষে প্রধানমন্ত্রীর দীর্ঘ হায়াত কামনায় মিলাদ ও দোয়া মোনাজাত করা হয়।

কোরআন খতম ও দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম। 

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে আমরা একটি মাদ্রাসায় ৭৭ বার কোরআন খতমের আয়োজন করেছি। এই ব্যতিক্রম আয়োজনে ২৫০ জন কোরআনে হাফেজ ৭৭ বার কোরআন খতম করেছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য তারা দোয়া করেছেন, যেন আগামীতে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারেন। 

তিনি আরও বলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নির্দেশনায় প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিনে ব্যতিক্রম এ আয়োজনটি বাস্তবায়নে আমি কাজ করেছি।

Place your advertisement here
Place your advertisement here