• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

ইউটিউবে শীর্ষে আলভী-অহনার ‘কাবিন’

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৪  

Find us in facebook

Find us in facebook

গল্পটা অভাব অনটনের খেতে না পাওয়া একটি সংসারের। যেখানে রয়েছে বেকার যুবকের এক আর্তনাদের গল্প। অভাবের সংসারে মা-স্ত্রীর মুখেও দিতে পারে না খাবার। বেকার হওয়ার কারণে গ্রামের বাজারে কেউ বাকি দিতে চায় না তাকে। আর এই নিয়ে শুরু হয় দাম্পত্যকলহ।

সব মিলিয়ে হতাশ হয়ে পড়ে শিমুল। তার স্ত্রী পারুল অভাবের তাড়নায় সংসার ছেড়ে চলে যায়। ভাই ভাবীর প্ররোচনায় পারুল সিদ্ধান্ত নেয় শিমুলকে ডিভোর্স দেওয়ার। তার স্ত্রীর ভাষ্য, ‘অভাব যখন দুয়ারে আসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়।’

এমন গল্পে এগিয়েছে ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘কাবিন’। মহিন খানের পরিচালনায় নাটকটি সিগ্যাল এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রচারের দুইদিনের মধ্যে চল্লিশ লাখের অধিক দর্শক দেখেছেন। এতে অভিনয় করেছেন অভিনেতা যাহের আলভী, অহনা রহমান, রিমু রোজা প্রমুখ। 

নাটকটি প্রসঙ্গে অভিনেতা যাহের আলভী বলেন, ‘‘আমি অনেক নাটক করেছি। প্রতিটা কাজ সময় নিয়ে খুব যত্ন সহকারে মন থেকে করার চেষ্টা করেছি। ‘কাবিন’ আমার এমন একটি কাজ যেটা নিয়ে আমি খুব আশাবাদী ছিলাম। এমন গল্পে আগে অভিনয় করিনি। ভিন্নধর্মী গল্প আর অনবদ্য অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় নির্ভরযোগ্য হয়ে অহনাও অনেক ভালো করেছে। নাটকটি প্রচারের পর দর্শকদের ভালোবাসায় ইউটিউবে এক নম্বর ট্রেন্ডিং এ উঠেছে। দর্শক কাজগুলো ভালোবেসেছে অভিনেতা হিসেবে এটাই সার্থকতা।’’

অভিনেত্রী অহনা রহমানের ভাষ্য, ‘আলভীর সঙ্গে এর আগে বহু কাজ করেছি। ‘কাবিন’ নাটকের মাধ্যমে দর্শক আমাদের নতুনভাবে পেল। নাটকে আমাকে সচরাচর যে ধরনের গল্পে দেখা যায়, এই নাটক তার থেকে একেবারেই আলাদা। এটি নির্মাতা সুন্দরভাবে উপস্থাপন করেছেন। গল্পটা ভালো লাগার কারণেই কাজটার সঙ্গে যুক্ত হয়েছিলাম। আর মুক্তির পর এখন সবার কাছ থেকে বেশ সাড়া পাচ্ছি।’

Place your advertisement here
Place your advertisement here