• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

নির্মিত হচ্ছে ‘বায়োগ্রাফি অফ নজরুল`

দৈনিক রংপুর

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ণাঢ্য জীবন নিয়ে নির্মিত হচ্ছে ‘বায়োগ্রাফি অফ নজরুল’। বাংলাদেশের পরিচালক ফিরদৌস খানের নির্দেশনায় নির্মিত হচ্ছে কবির এ বায়োগ্রাফি। নজরুলের সংগ্রামময় জীবনের স্মৃতি বিজড়িত আসানসোল তাই স্থান পাচ্ছে ‘বায়োগ্রাফি অফ নজরুল' প্রামাণ্যচিত্রে। শুটিংয়ের কাজে বর্তমানে পরিচালক ও তার টিম আসানসোলে অবস্থান করছেন।

আসানসোলের পাক্কা বাজারে ঢোকার আগেই এম বক্সের বেকারি। অভাবের তাড়নায় লেখাপড়া ছেড়ে এই বেকারিতেই কাজ করে জীবনের প্রথম উপার্জনের পথ বেছে নিয়েছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সারাদিন কাজ করে রাতে অদূরেই পুলিশ থানার বারান্দায় শুয়ে পড়তেন।

সেখানেই এক দারোগার চোখে পড়ে নজরুল। তাই এই বেকারিটি নজরুলের জীবনের অন্যতম একটি অধ্যায়। সেই বেকারিও স্থান পাচ্ছে প্রামাণ্যচিত্রে। এরপর পরিচালক কবির জন্মভিটা চুরুলিয়ায় যাবেন এবং সিহাড়শোলে কবির স্কুলেও শুটিং করবেন।

পরিচালক ফিরদৌস খান বলেন, সারা বিশ্বের কাছে নজরুলকে তুলে ধরতেই আমার এই প্রয়াস। বাংলা ভাষায় নির্মিত হলেও এই প্রামাণ্যচিত্রের ইংরেজি সাব-টাইটেল থাকবে।

কবির নাতনি পশ্চিমবঙ্গের চুরুলিয়ায় বসবাসরত সোনালী কাজী বলেন, এই কাজ আমাদের গর্বিত করবে। আমরা সবসময় এই ধরনের কাজের পাশে থাকি।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর শুরু হয়েছে এ চলচ্চিত্রটির শুটিং। নজরুলের কিশোর স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে কেক কাটার মাধ্যমে ডকুফিল্মটির শুটিং শুরু করেন পরিচালক ফেরদৌস খান।

Place your advertisement here
Place your advertisement here