• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

নারীর জীবনের গল্প নিয়ে গান ‘এগিয়ে যাওয়া নারী’   

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ মার্চ ২০২০  

Find us in facebook

Find us in facebook

সকল দেশের সকল সময়ের নারীর জীবনের গল্প নিয়ে গান ‘এগিয়ে যাওয়া নারী’। মাহমুদ খুরশিদের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ফোয়াদ নাসের বাবু। আর এ গানটিতে কণ্ঠ দিয়েছেন সুস্মিতা আনিস, এলিটা করিম, কনা ও প্রিয়াঙ্কা। সম্প্রতি রাজধানীর একটি রেস্তোরাঁয় গানটির প্রকাশ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে নারী জাগরণ, নারীর অগ্রগতি, নারী জীবনের চ্যালেঞ্জসহ নানা প্রসঙ্গে উঠে আসে আগত অতিথিদের আলোচনায়।

অনুষ্ঠানে গানটির ভিডিও দেখানো হয় উপস্থিত অতিথিদের। ভিডিওটি নির্মাণ করেছেন টিভিওয়ালা মিডিয়া (কলকাতা) টিম। নারী দিবসকে কেন্দ্র করে নিউ মিউজিক প্যারাডাইম কোম্পানির ব্যানারে এ গানটি রিলিজ আজ সুস্মিতা আনিস ইউটিউব চ্যানেলেসহ সকল ডিজিটাল প্লাটফর্মে।

সুস্মিতা আনিস বলেন, ‘নারীরা সমাজে নানাভাবে নানা পর্যায়ে অবদান রেখে চলেছেন, তা কখনো দৃশ্যমান কখনো অদৃশ্যমান। তাই নারীদের এই নানাবিধ অবদানকে শ্রদ্ধা জানাতে এ উদ্দীপনামূলক গান যাতে নারী তার অবদানের জন্য প্রাপ্য সম্মান পায় এবং নারী-পুরুষের সমান অধিকারের লক্ষ্যে এগিয়ে যায়।’

ফোয়াদ নাসের বাবু বলেন, ‘সংগীতের মধ্যে একটি ব্যাঞ্জনা আছে, যা কি-না মেলোডি ও কোরাসের মাধ্যমে সব বয়সের নারীদের প্রেরণা জোগাবে। মানুষ ও সমাজ যাতে নারীর সম-অধিকার, প্রাপ্য মর্যাদা দেয়, এগিয়ে যাওয়ার কথা তারই অপূর্ব চিত্রায়ণ হয়েছে এই গানে।’

Place your advertisement here
Place your advertisement here