• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হলো ‘জয় বাংলা কনসার্ট’   

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ মার্চ ২০২০  

Find us in facebook

Find us in facebook

মুজিববর্ষে আরো একবার ফিরে এসেছে ‘জয় বাংলা কনসার্ট’। আজ (৭ মার্চ) রাজধানীর আর্মি স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় এ কনসার্ট। এই কনসার্টে মঞ্চ মাতাবে দেশের বর্তমান সময়ের জনপ্রিয় ১১ ব্যান্ডদল। এরই মধ্যে ৫ ইউনিভার্সিটি ব্যান্ড দল ও এফ মাইনর ব্যন্ডদল গান পরিবেশন করেছে। এখন মঞ্চ মাতাচ্ছে মিনার রহমান। 

এরপর এভোয়েড রাফা, শূন্য, ভাইকিংস, লালন, আরবোভাইরাস, ক্রিপটিক ফেইট, নেমেসিস, ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস, চিরকুট ব্যান্ড মঞ্চ মাতাবে।

আয়োজকরা জানান, এবারের ষষ্ঠতম আয়োজনে স্বাধীন বাংলা বেতারে প্রচারিত স্বাধীনতার গান গেয়ে মঞ্চ মাতাবে দেশের ১১ জনপ্রিয় ব্যান্ড দল। সেই সঙ্গে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক হলোগ্রাফিক রিপ্রেজেন্টেশন থাকছে কনসার্টে। ৭ মার্চের এবারের আয়োজনে থাকছে আরো বেশ কিছু ভিন্নমাত্রা ও চমক।

সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রকন্ঠে উচ্চারিত ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ। এরই মাঝে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে হলোগ্রাফিক প্রজেকশন।

প্রসঙ্গত, রেসকোর্স ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ স্মরণ করে এবং সেই ভাষণের গুরুত্ব সম্পর্কে তরুণ প্রজন্মকে অবগত করার লক্ষ্যে বিগত ৫ বছর ধরে আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে আসছে জয় বাংলা কনসার্ট। গত আসরে এই কনসার্ট টেলিভিশন এবং অনলাইনে উপভোগ করেছে ১০ লাখের বেশি দর্শক। আর সরাসরি আর্মি স্টেডিয়ামে উপস্থিত থেকে কনসার্ট উপভোগ করেছে ৬০ হাজার দর্শক।

Place your advertisement here
Place your advertisement here