• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

কৃষি গুচ্ছে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২২ এপ্রিল

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ মার্চ ২০২৪  

Find us in facebook

Find us in facebook

দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সমন্বিত ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ২২ এপ্রিল। এ প্রক্রিয়া চলবে ৩০ মে পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ জুলাই।

শুক্রবার কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

এর আগে, ২৯ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষার প্রক্রিয়ায় কিছু পরিবর্তনের কথা জানান কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার আহ্বায়ক এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম লুৎফুল আহসান।

তিনি বলেন, ভর্তি আবেদন গ্রহণ, ফি, আবেদনের যোগ্যতাসহ সবকিছুর খসড়া তৈরি করা হচ্ছে। আগামী ৮ মার্চ কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সমন্বয়ে একটি সভা হবে। ওই সভায় সবকিছু চূড়ান্ত করা হবে। গত শিক্ষাবর্ষের চেয়ে এবার ভর্তি প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আসবে বলেও জানান তিনি।

এদিকে গত বছরগুলোতে ৮টি বিশ্ববিদ্যালয় নিয়ে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও এবার নতুন করে শিক্ষা কার্যক্রম চালুর অনুমোদন পাওয়া কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ও এ গুচ্ছে যুক্ত হচ্ছে।

কৃষি গুচ্ছে থাকা ৯টি বিশ্ববিদ্যালয় হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সাইন্স ইউনিভার্সিটি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

Place your advertisement here
Place your advertisement here