• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

চলতি মাসেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার চিন্তা-ভাবনা চলছে

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২২  

Find us in facebook

Find us in facebook

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আজ-কালের মধ্যে সিদ্ধান্ত নিয়ে চলতি মাসেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার চিন্তা-ভাবনা চলছে। তবে করোনা পরিস্থিতির দিকেও নজর রাখতে হবে,যেন শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে কার্যক্রম চালাতে পারে।

বুধবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে তিনটি উপজেলার ২৯টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানের পর উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. দীপু মনি আরো বলেন, উচ্চশিক্ষার জন্য সবার দ্বার উন্মুক্ত হয়েছে। এভাবে মেধাতালিকাসহ যে হারে এইচএসসি পরীক্ষার্থীরা পাস করেছে, তাতে তাদের কোথাও ভর্তি সংকট হবে না। তা ছাড়া সাধারণ শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষাকেও গুরুত্ব দিয়ে মেধার ভিত্তিতে সব শিক্ষার্থীকে ভর্তির সুবিধা নিশ্চিত করা হবে। শিক্ষামন্ত্রী বলেন, '২০২৫ সালের মধ্যে নতুন শিক্ষাক্রম পুরোপুরি চালু করতে আমরা সক্ষম হব। '

এর আগে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ হাইমচর, ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলার ২৯ জন নবনির্বাচিত চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান। এ সময় শপথ নেওয়া চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষামন্ত্রী।

Place your advertisement here
Place your advertisement here