• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

সকল শিক্ষার্থীকে স্বাস্থ্যবিমা প্রকল্পের আওতায় আনছে হাবিপ্রবি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১  

Find us in facebook

Find us in facebook

নিয়মিত সব শিক্ষার্থীকে স্বাস্থ্য ও জীবনবিমা প্রকল্পের আওতায় আনল দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) প্রসাশন। প্রতিবছর এনরোলমেন্ট ফি এর সাথে বাৎসরিক ২৭০ টাকা প্রিমিয়াম দিয়ে তালিকাভুক্ত বিভিন্ন হাসপাতালে স্বাস্থ্য ও চিকিৎসাসেবা নেওয়ার ক্ষেত্রে বছরে সর্বোচ্চ ৫০ হাজার টাকা বিমা সুবিধা পাবেন শিক্ষার্থীরা। তবে  ছাত্রত্ব শেষ হলে এ সুবিধা পাবেন না ।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড.ইমরান পারভেজ ।

তিনি জানান, 'প্রত্যেক শিক্ষার্থী হাসপাতালে ভর্তির ক্ষেত্রে বার্ষিক সর্বোচ্চ ৫০ হাজার টাকা বিমাসুবিধা পাবেন। এর মধ্যে হাসপাতালে থাকাকালীন কেবিন বা ওয়ার্ডের ভাড়া, হাসপাতাল সেবা, অস্ত্রোপচারজনিত ব্যয়, চিকিৎসকের পরামর্শ ফি, ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষার বিল বাবদ দৈনিক সর্বোচ্চ তিন হাজার টাকা চিকিৎসা ব্যয় পাবে।  বহির্বিভাগে চিকিৎসার ক্ষেত্রে প্রত্যেক শিক্ষার্থীর জন্য বছরে ১০ হাজার টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্যে বহির্বিভাগে পরীক্ষা-নিরীক্ষার ব্যয় অর্ন্তভুক্ত থাকবে ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ফি বাবদ প্রতি ব্যবস্থাপত্রে সর্বোচ্চ ৫০০ টাকা পাওয়া যাবে। তবে কোনো শিক্ষার্থী ছাত্রত্ব হারালে অথবা ছাত্রত্ব না থাকলে বিমা সুবিধা পাবেন না।' 

নতুন শিক্ষাবর্ষ ভর্তি হতে যাওয়া সকল শিক্ষার্থীদের জন্য এটি বাধ্যতামূলক । তবে বর্তমান শিক্ষার্থীদের জন্য জানুয়ারি মাসে গুগল ফর্ম এর মাধ্যমে শিক্ষার্থীদের মতামত নেয়া হবে।শিক্ষার্থীরা বিমা সুবিধা নিতে চাইলে সবার জন্য এটি  বাধ্যতামূলক করা হবে।

এছাড়াও বিমা সংক্রান্ত সকল শর্ত ও বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.hstu.ac.bd) পাওয়া যাবে।

Place your advertisement here
Place your advertisement here