• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

বিদায়ী বছরে করোনার ধাক্কা সামলে ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২২  

Find us in facebook

Find us in facebook

করোনার ধাক্কা সামলে বিদায়ী বছরে ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি। রপ্তানি আয়ে গতি ফিরেছে। বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, মাথাপিছু আয় ছাড়িয়েছে আড়াই হাজার ডলার। বছরের শেষদিকে উন্নয়নশীল দেশে উত্তরণের সুপারিশ গৃহীত হয় জাতিসংঘে। সরকারের নীতি নির্ধারকদের আশা, কাঙ্খিত লক্ষ্যমাত্রা অনুযায়ী দেশের জিডিপি প্রবৃদ্ধি ছাড়াবে ৭ শতাংশ।

২০২০ এর মার্চে শুরু হওয়া করোনা মহামারির ধাক্কা সামলে কয়েক মাসের মধ্যেই ছন্দে ফিরে রপ্তানি খাত, যা অব্যাহত ছিলো বিদায়ী বছরেও। শেষ ৫ মাসে রপ্তানি প্রবৃদ্ধি ২৪ শতাংশের বেশি। দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ ৪৭২ কোটি ডলার রপ্তানি আয় আসে অক্টোবরে।

প্রবাসী আয়ে বছরের প্রথম কয়েকমাসে যে গতি ছিলো, তা কমেছে মে মাসের পর থেকে। যদিও বৈদেশিক ঋণ ছাড়, রপ্তানি ও প্রবাসী আয়ে বিদায়ী বছরে দেশের ইতিহাসে প্রথমবারের মত বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়ায় ৪৫ বিলিয়ন ডলার।

রাজস্ব আদায়ও তুলনামূলক বেড়েছে বিদায়ী বছরে। শেষ চার মাসে প্রবৃদ্ধি ১৬শতাংশের বেশি। মূলধনী যন্ত্রপাতি, কাঁচামাল ও খাদ্যপণ্যসহ আমদানি সামগ্রিকভাবে বেড়েছে। বেড়েছে ভোক্তা ব্যয়। ব্যাংকখাতে বেসরকারি ঋণের প্রবাহও বেড়েছে । ২০২১-এ মাথাপিছু আয় আড়াই হাজার ডলার ও জিডিপি ছাড়ায় ৪শ' বিলিয়ন ডলার।

গেল নভেম্বরে জাতিসংঘে উন্নয়নশীল দেশে উত্তরণের সুপারিশ গৃহীত হয়। যার মাধ্যমে ২০২৬ সালে চূড়ান্তভাবে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যাবে বাংলাদেশ। ব্যবসার পরিবেশ ও বিনিয়োগ উন্নয়নে দেশে-বিদেশে রোডশো সহ নানামুখী উদ্যোগ ছিলো বছরজুড়েই।

দেশের চলমান মেগা প্রকল্পগুলোর বাস্তবায়নে গতি আনার পাশাপাশি বেসরকারি বিনিয়োগ ত্বরান্বিত করলে, বাড়বে জিডিপি প্রবৃদ্ধি ও কর্মসংস্থান। নতুন বছরে দেশের কাঙ্খিত উন্নয়নে এটাই সর্বোচ্চ গুরুত্ব পাবে বলে মনে করেন পর্যবেক্ষকরা।

Place your advertisement here
Place your advertisement here