• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৪  

Find us in facebook

Find us in facebook

আগামী জুন মাসের মধ্যেই প্রাথমিক বিদ্যালয়ে ১০ হাজার শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী। তিনি বলেন, স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে পর্যায়ক্রমে উত্তীর্ণরা শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন।

শুক্রবার তৃতীয় ধাপে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। 

মন্ত্রণালয় সর্বোচ্চ সতর্ক রয়েছে উল্লেখ প্রতিমন্ত্রী বলেন, কোনো আবেদনকারী যেন প্রতারণার শিকার না হয় সেজন্য মন্ত্রণালয় সতর্ক রয়েছে। পরীক্ষার্থীরা সবাই সুশৃঙ্খল পরিবেশেই পরীক্ষা দিয়েছে।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন- কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, পুলিশ সুপার আব্দুল মান্নান প্রমুখ।

উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপে কুমিল্লা জেলায় ৩২ হাজার ১৯৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে নারী ১৪ হাজার ৭৬৭ জন এবং পুরুষ ১৭ হাজার ৪৩২ জন।

Place your advertisement here
Place your advertisement here