• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

ঈদ: সাড়ে ৮ ঘণ্টায় ট্রেনের ৩৫ হাজার টিকিট বিক্রি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৪  

Find us in facebook

Find us in facebook

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে চতুর্থ দিনের মতো বুধবার সকাল ৮টায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে। বিকেল ৪টা পর্যন্ত সাড়ে ৮ ঘণ্টায় সারাদেশে ৩৫ হাজার টিকিট বিক্রি হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ রেলওয়ের টিকিট বিক্রির সহযোগী প্রতিষ্ঠান সহজ-সিনেসিস-ভিনসেন জেভি'র একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন আগামী ৬ এপ্রিলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হয়েছে। 

সূত্রটি জানিয়েছে, এই সাড়ে ৮ ঘণ্টায় সারাদেশে ৩৫ হাজার ২১টি টিকিট বিক্রি হয়েছে। এছাড়া শুধু ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যের ২৪ হাজার ৫১৬ টিকিট বিক্রি হয়েছে।

সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ৯৪ লাখ ১০ হাজার টিকিটপ্রত্যাশী ওয়েবসাইটে হিট করেছেন। এ সময় বিক্রি হয়েছে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট। দুপুর ২টা থেকে আড়াইটা পর্যন্ত ৪৩ লাখ ৮০ হাজার টিকিটপ্রত্যাশী ওয়েবসাইটে হিট করেছেন। এ সময় বিক্রি হয়েছে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট।

Place your advertisement here
Place your advertisement here