• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

‘বিএনপি ইসরায়েলের বিপক্ষে একটি শব্দও উচ্চারণ করেনি’

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৪  

Find us in facebook

Find us in facebook

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ফিলিস্তিনে পাখি শিকার করার মতো করে মানুষ স্বীকার করা হচ্ছে। হাসপাতালেও হামলা করা হচ্ছে।  তবে কোনো একটি বড় দেশ অসন্তুষ্ট হবে তাই বিএনপি ইসরায়েলের বিপক্ষে একটি শব্দও উচ্চারণ করেনি। ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে আছে দলটি।

বুধবার বিকেলে রাজধানীর একটি হোটেলে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি ইহুদি ও ইসরায়েলের দোসরে রূপান্তর হয়েছে। এ সময় জামায়াতে ইসলামীরও কঠোর সমালোচনা করেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে গিয়েও  ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন। ইসলাম ও আলেম সমাজের জন্য সরকার অনেক কিছু করেছে। সারাদেশে ৫০০ দৃষ্টিনন্দন মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here