• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

পণ্য মজুতের দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা সাড়ে ৩ লাখ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৪  

Find us in facebook

Find us in facebook

রমজানে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে অবৈধভাবে মজুত করার দায়ে রাজধানীর জুরাইনে ৩টি প্রতিষ্ঠানকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাব-৩ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ মার্চ) র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেন জানান, রাজধানীর জুরাইন এলাকায় দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অবৈধভাবে পণ্য মজুতকারী প্রতিষ্ঠানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তার সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

এসময় র‌্যাবের অভিযানে ভ্রাম্যমাণ আদালত নিত্যপ্রয়োজনীয় পণ্যের অবৈধভাবে মজুত ও গুদামজাত করার অপরাধে জনপ্রিয় স্টোর (ম্যানেজার নজরুল ইসলাম), মেসার্স ফরিদপুর রাইস এজেন্সি (ম্যানেজার জহিরুল ইসলাম) এবং মেসার্স আরব রাইস এজেন্সিকে (ম্যানেজার নিজাম উদ্দিন) মোট তিন লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে তাদের হেফাজত থেকে ২৩ হাজার ২০০ কেজি চাল, ২০০০ কেজি ডাল এবং ১৫০০ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা তাদের অপরাধ স্বীকার করে এবং তারা দীর্ঘদিন ধরে এসব অপরাধ কার্যক্রম করে আসছে বলে জানায়।

Place your advertisement here
Place your advertisement here