• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

জাপান যাচ্ছেন স্পিকার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ মে ২০২৩  

Find us in facebook

Find us in facebook

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাপান যাচ্ছেন। দেশটির স্পিকারের আমন্ত্রণে মঙ্গলবার দুপুর দেড়টায় জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি।

জাতীয় সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, জাপান সফর শেষে আগামী ২৯ মে ড. শিরীন শারমিন চৌধুরীর দেশে ফেরার কথা রয়েছে।

জাপান সফরে হাউজ অব রিপ্রেজেনটেটিভস অব জাপানের স্পিকার, হাউজ অব কাউন্সিলরস অব জাপান এর প্রেসিডেন্ট, জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন, জাপান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের সঙ্গে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির সাক্ষাতের কথা রয়েছে।

এ সফরে সংসদীয় প্রতিনিধিদলের অংশ হিসেবে আ ফ ম রুহুল হক এমপি, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী এমপি, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন এমপি, খাদিজাতুল আনোয়ার এমপি ও কানিজ ফাতেমা আহমেদ এমপি জাপানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।

এছাড়াও অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান, স্পিকারের একান্ত সচিব অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ, যুগ্মসচিব মো. তারিক মাহমুদ এবং স্পিকারের সহকারী একান্ত সচিব উপসচিব মো. রাশেদ ইকবাল চৌধুরী সফরসঙ্গী হিসেবে জাপানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।

Place your advertisement here
Place your advertisement here