• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

সেন্টমার্টিনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ মে ২০২৩  

Find us in facebook

Find us in facebook

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। শুক্রবার দুপুরে সেন্টমার্টিন দ্বীপে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 

বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার দুপুরে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে প্রবালদ্বীপ সেন্টসার্টিনে ব্যাপক ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে কোস্টগার্ড পশ্চিম জোন বিভিন্ন কর্মসূচি পালন করেছে। ক্ষতিগ্রস্তদের সাহায্যের অংশ হিসেবে কোস্টগার্ড জাহাজ কামরুজ্জামান সেন্টমার্টিন এলাকায় প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী চাল, ডাল, চিড়া, চিনি, লবণ, সয়াবিন তেল, ম্যাচ, মোমবাতি বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন অধিনায়ক বিসিজিএস কামরুজ্জামান ও কমান্ডার মীর মো. মাহবুবুল হাসান। 

বাংলাদেশ কোস্টগার্ড কর্মহীন ও দুস্থদের সাহায্যের এই ধারা নিয়মিত অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানানো হয়।

গত ১৪ মে ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের উপকূলীয় অঞ্চল কক্সবাজার, টেকনাফ ও সেন্টমাটিনদ্বীপ দিয়ে প্রবাহিত হয়। ঘূর্ণিঝড়ের সেন্টসার্টিনদ্বীপ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

Place your advertisement here
Place your advertisement here