• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

আশ্রয়কেন্দ্রে যায়নি উপকূলবাসী, এখনো মাছ ধরছেন জেলেরা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ মে ২০২৩  

Find us in facebook

Find us in facebook

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। মেঘনা নদীতে পানি বাড়তে শুরু করেছে। একই সঙ্গে নদী উত্তাল রয়েছে। ঝুঁকিতে রয়েছে উপকূলবর্তী এলাকার নদীর বাঁধের কিছু কিছু স্থান। এরই মধ্যে আবহাওয়া অধিদফতর ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখতে বলা হলেও এখনো আশ্রয়কেন্দ্রে যায়নি কেউ। এখনো নদীতে ট্রলাযোগে মাছ ধরছেন জেলেরা।

উপকূলবাসীদের নিরাপদ স্থানে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। এর মধ্যে লক্ষ্মীপুর থেকে সব ধরনের নৌ-চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এতে আটকা পড়েছে এম্বুলেন্সসহ ভোলা-বরিশালগামী হাজারো মানুষ।

ঘূর্ণিঝড় মোকাবেলায় লক্ষ্মীপুরে ১৮৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ৪২০ মেট্রিক টন চাল, বিস্কুটসহ শুকনো খাবার মজুদ রেখেছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এছাড়া ৬৪ মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা হয়েছে। তবে এখনো আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন না উপকূলের বাসিন্দারা।

জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ জানান, জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষ ও ৩টি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্যোগকালীন কর্মস্থলে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। দুর্যোগ থেকে মানুষ ও গৃহপালিত প্রাণী রক্ষায় ফায়ার সার্ভিস, জনপ্রতিনিধি ও রেড ক্রিসেন্টসহ স্বেচ্ছাসেবীরা কাজ করবে।

Place your advertisement here
Place your advertisement here