• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

নির্বাচনে আচরণবিধির ব্যাপারে ছাড় নয়: ইসি রাশেদা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ মে ২০২৩  

Find us in facebook

Find us in facebook

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, সুষ্ঠুভাবে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। পাশাপাশি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়টিতে কোনো ছাড় দেওয়া হবে না।

শুক্রবার রাজশাহী সার্কিট হাউসে রাজশাহী সিটি কর্পোরেশন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী এবং ম্যাজিস্ট্রেটদের সঙ্গে প্রস্তুতিমূলক সভা শেষে তিনি এ সব কথা বলেন।

রাশেদা সুলতানা বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। নতুন আপডেট ইভিএমে সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে আচরণবিধির ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।

রাশেদা সুলতানা বলেন, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে যা যা করণীয় কমিশন তাই করছে। কোথাও কোনো অনিয়ম হলে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। প্রচারণাকালে কোনো প্রার্থী নির্বাচনী আইন লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন- রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রাজশাহী সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আনিসুর রহমান প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here