• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

ইনডেমনিটির মাধ্যমে বঙ্গবন্ধু হত্যার বিচার রুদ্ধ করেছিলেন জিয়া

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ মে ২০২৩  

Find us in facebook

Find us in facebook

মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সাম‌রিক শাসক জিয়াউর রহমান ক্ষমতায় ব‌সে ইনডেমনিটি আইনের মাধ্যমে বঙ্গবন্ধু হত্যার বিচার রুদ্ধ করে দিয়েছিলেন।

তি‌নি ব‌লেন, জিয়াউর রহমান ক্ষমতায় ব‌সে সাম্প্রদায়িক ধর্মভিত্তিক রাজনীতি চালু করেন। স্বাধীনতা বিরোধীদের নিয়ে সরকার গঠন করেন। তাদের প্রমোশন দিয়ে বিভিন্ন দূতাবাসে পদায়ন করেছিলেন।

শুক্রবার ঢাকা ক্লাবে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ মিলনমেলা-২০২৩ অনুষ্ঠানে এসব কথা বলেন আ ক ম মোজাম্মেল হক।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধীরা এই দেশ ছেড়ে চলে গেছেন কিন্তু তাদের দোসররা রয়ে গেছেন। দুর্ভাগ্য যে, অনেক মুক্তিযোদ্ধারাও বিরোধীদের পক্ষ নেন। পরাজিত শক্তিরা সবসময় ঐক্যবদ্ধ, বিপরীতে আমরা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছি। সময় এসেছে স্বাধীনতার স্বপক্ষের লোকদের এক হওয়ার। জাতির এই ক্রান্তিলগ্নে পরাজিতদের ষড়যন্ত্র রুখে দিতে হবে। আমাদের পরবর্তী প্রজন্মও যেন স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ থাকে তা নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, বীর মুক্তিযোদ্ধাদের বেশকিছু দাবি রয়েছে। সে দাবিগুলো প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করা হয়েছে। আশা করছি পরবর্তী বাজেটে তার প্রতিফলন ঘটবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছি‌লেন, পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কার্যনির্বাহী সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ প্রমুখ। 

Place your advertisement here
Place your advertisement here