• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ মে ২০২৩  

Find us in facebook

Find us in facebook

বিশিষ্ট সংগীত শিল্পী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ কল্যাণী কাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ  হাসিনা।

শুক্রবার (১২ মে) বিকালে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পাঠানো এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেন তিনি।

শেখ হাসিনা এক শোক বার্তায় বলেন, বিখ্যাত এ নজরুল গীতি শিল্পীর মৃত্যুতে সংগীত জগতের এক অপূরনীয় ক্ষতি হলো। প্রধানমন্ত্রী তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন কল্যাণী কাজী। কয়েকদিন আগে তার শরীরে নিউমোনিয়া ধরা পড়েছিল। শুরুতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে, পরে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর সাড়ে ৫টার দিকে কলকাতার একটি হাসপাতালে মারা যান তিনি।

কল্যাণী কাজীকে ২০১৫ সালে ‘সংগীত মহাসম্মাননা’ প্রদান করে পশ্চিমবঙ্গ সরকার। তিনি পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম আকাদেমির উপদেষ্টা পরিষদের সদস্যা ছিলেন। কাজী নজরুল ইসলাম সম্পর্কে বহু অজানা তথ্য প্রকাশ্যে এনেছেন তিনি।

Place your advertisement here
Place your advertisement here