• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

ব্যাংকগুলোকে বিনিয়োগে আনতে কঠোর হচ্ছে বিএসইসি      

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

       
তালিকাভুক্ত ব্যাংকগুলোকে পুঁজিবাজারে বিনিয়োগে আনতে কঠোর হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যেসব ব্যাংক বিনিয়োগ সীমার নিচে রয়েছে সেগুলোকে আগামীকাল (মঙ্গলবার) থেকে চিঠি ইস্যু করা হবে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য জানান।

মোহাম্মদ রেজাউল করিম বলেন, হাতে গোনা কয়েকটি ছাড়া বেশিরভাগ ব্যাংকের পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ রয়েছে। বাজারের এই ক্লান্তিলগ্নে তারা যেন বিনিয়োগে আসে সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে। এ ব্যাপারে দ্রুত চিঠি দেওয়া হবে।

তিনি বলেন, কমিশন বিষয়টি নিয়মিতভাবে তদারকি করছে। ব্যাংকগুলো যেন বিনিয়োগ করে তার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। যদি কোম্পানিগুলো কমিশনের ডাকে সাড়া না দেয়, তাহলে সেসব কোম্পানির পারপিচ্যুয়াল ও সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদনের ক্ষেত্রে ধীরগতিv নীতি অনুসরণ করা হবে। 

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যাংক ও লিজিং কোম্পানিগুলোর একক হিসাবে মূলধনের সর্বোচ্চ ২৫ শতাংশ ও সাবসিডিয়ারিসহ সমন্বিতভাবে ৫০ শতাংশ পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ রয়েছে। এ নিয়ম অনুযায়ী বর্তমানে তিন থেকে চারটি ব্যাংক বিনিয়োগ সীমা পরিপূর্ণ করেছে। এখনো অন্তত ৩০টি ব্যাংক বিনিয়োগ করতে পারবে।

Place your advertisement here
Place your advertisement here