• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

সার্বভৌমত্ব অর্জনে সংবাদমাধ্যমের ভূমিকা চিরস্মরণীয়

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনে সংবাদমাধ্যমের ভূমিকা চিরস্মরণীয়। সত্যিকারের সংবাদ দেশ ও জাতির দিশারি। যার মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মাণ সম্ভব।

বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবের নবনির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, সাংবাদিকরা সমাজের চোখ আর সংবাদমাধ্যম সমাজের দর্পণ। এ কারণে মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন জনগণের সুখ-দুঃখের কথা জানতে পারি। আমার দিন শুরু হয় সংবাদপত্র পড়ে। কোনো গণমাধ্যম আমার সমালোচনা করলেও আমি তা থেকে ভুল শুধরে নিজেকে উন্নত করার চেষ্টা করি। এমনকি মিডিয়ায় প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে অনেকের বিরুদ্ধে পদক্ষেপও নিয়েছি।

তিনি আরো বলেন, চট্টগ্রাম প্রেসক্লাবের অগ্রযাত্রায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন সবসময় পাশে থাকবে। এ সময় ক্লাবের সদস্যদের কল্যাণে একটি জায়গা বরাদ্দের ঘোষণা দেন তিনি।

সভায় স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম।

চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, যুগ্ম-সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার এবং কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ বক্তব্য দেন।

বক্তারা বলেন, চট্টগ্রাম প্রেসক্লাবের সঙ্গে চসিকের সম্পর্ক দীর্ঘদিনের। দিন দিন এ সম্পর্ক আরো দৃঢ় হওয়ার বিষয়ে আমরা আশাবাদী। চট্টগ্রামের উন্নয়নে দ্বিপাক্ষিক সম্পর্ক ও আন্তরিকতা অপরিহার্য।

সভায় উপস্থিত ছিলেন- চসিক প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, চট্টগ্রাম প্রেসক্লাব সহ-সভাপতি মনজুর কাদের মনজু, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, গ্রন্থাগার সম্পাদক আহমেদ কুতুব, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here