• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

ঢাকায় ওএমএস কার্যক্রমে যুক্ত হচ্ছে আরো ২০ ট্রাক

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২২  

Find us in facebook

Find us in facebook

ঢাকা মেট্রোপলিটন এলাকায় খোলা বাজার (ওএমএস) বিক্রয় কর্মসূচির অধীনে চাল-আটা বিক্রির জন্য নতুন করে ২০টি ট্রাক যুক্ত হচ্ছে। আগামী ১১ ডিসেম্বর থেকে নতুন ট্রাকগুলো যুক্ত হবে। রোববার (৪ ডিসেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের এক আদেশে খাদ্য অধিদপ্তরকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ঢাকা মেট্রোপলিটন এলাকায় ৫০টি ট্রাক বিক্রয় কেন্দ্রের মাধ্যমে খাদ্যপণ্য বিক্রি করা হচ্ছে। এখন ট্রাকের সংখ্যা বেড়ে হবে ৭০টি। এসব ট্রাকে প্রতিদিন মোট ২ টন চাল ও ১ টন আটা বিক্রি হবে।

আদেশে বলা হয়, ৮৯১ কেন্দ্রে মোট ২৪ হাজার ৮১২ টন আটা এবং ২ হাজার ৩৭১টি কেন্দ্রে ৬০ হাজার ৮০৮ টন চাল বিক্রি হবে। এ বিষয়ে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন বণিক বার্তাকে বলেন, আগামী ১১ ডিসেম্বর থেকে ঢাকা মহানগরীতে ওএমএস কার্যক্রমে আরো ২০টি ট্রাক যুক্ত হচ্ছে। এর মাধ্যমে আরো বেশি সংখ্যক মানুষ স্বল্প মূল্যে চাল-আটা কিনতে পারবে।

Place your advertisement here
Place your advertisement here