• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

দুই সপ্তাহের মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানো হবে: পররাষ্ট্রমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ জুলাই ২০২২  

Find us in facebook

Find us in facebook

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো হবে। এছাড়া ধাপে ধাপে কয়েক লাখ শ্রমিক পাঠানো হবে। মালয়েশিয়াসহ কয়েকটি দেশ সফর থেকে ফিরে বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা জানান তিনি।
 
পররাষ্ট্রমন্ত্রী বলেন, কর্মী পাঠানোর বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুবের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেছেন, আপনার ওয়ার্কাররা কবে নাগাদ আসবে? তখন আমার মিশনের সঙ্গে আলাপ করে তাকে জানালাম; সপ্তাহ দুয়েকের মধ্যে। তিনি বললেন, এই মুহূর্তে আমাদের ওয়ার্কার খুব দরকার।

উল্লেখ্য, ২০১৮ সালের ১ সেপ্টেম্বর মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে কর্মী নেয়া বন্ধ ঘোষণা করে। এর প্রায় সাড়ে ৩ বছর পর কর্মী পাঠানোর ব্যাপারে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সমঝোতা হয়। এ বছরের ২ জুন ঢাকায় যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে শ্রমবাজার খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠাতে ৭৮ হাজার ৯৯০ টাকা খরচ নির্ধারণ করা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here