• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

কৃষি ও মৎস্য খাতে বিনিয়োগ করতে চায় ভিয়েতনাম

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ জুলাই ২০২২  

Find us in facebook

Find us in facebook

‘বাংলাদেশের সঙ্গে ভিয়েতনামের একটা সুসম্পর্ক রয়েছে। আমরা কৃষি ও মৎস্য সেক্টরে একসঙ্গে কাজ করতে চাই।’ 

সোমবার গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ভবনে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়সভায় এ আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত এইচ হি মি পাম ভিয়েত চেন। এ জন্য বাংলাদেশের ব্যবসায়ীদের এগিয়ে আসারও আহ্বান জানান রাষ্ট্রদূত।

সভায় গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কাজী জিন্নাত আলী, সহসভাপতি শেখ মোশারফ হোসেন, ব্যাবসায়িক নেতা মৃণাল কান্তি রায় চৌধুরী পপা, রফিকুল ইসলাম মিটু, আলী নাঈম খান জিমি প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে তিনি সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। রাষ্ট্রদূত বলেন, ‘জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ’ 

সভায় বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত এইচ হি মি পাম ভিয়েত চেনের স্ত্রী মিসেস পাম, রাষ্ট্রদূতের ব্যক্তিগত কর্মকর্তা মি. অ্যান, মহিলা আসন-২৮-এর সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা, বাংলাদেশ ভিয়েতনাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান, পরিচালক সাইফুল ইসলাম টিপু, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইলিয়াস হোসেন, থানার পরিদর্শক (তদন্ত) তন্ময় মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

Place your advertisement here
Place your advertisement here