• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

ভারতের ৭ রাজ্যে ব্যবসা-বাণিজ্যের সুযোগ রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী   

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২২  

Find us in facebook

Find us in facebook

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, ভৌগলিক কারণে ভারতের সেভেন সিস্টারখ্যাত সাতটি রাজ্যে আমাদের ব্যবসা-বাণিজ্য ও সেবা প্রদানের অনেক সুযোগ রয়েছে।

গতকাল মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের পাঠানটুলায় বেসরকারি হাসপাতাল মাউন্ট এডোরায় হৃদরোগীদের উন্নত চিকিৎসা দেওয়ার লক্ষ্যে স্থাপিত ক্যাথ ল্যাব উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তিনি দেশের মানুষকে যাতে চিকিৎসার জন্য বাইরে যেতে না হয় সেরকম মানসম্মত সেবা নিশ্চিত করার পরামর্শ দিয়ে বলেন, সারাদেশ থেকে অনেক মানুষ উন্নত চিকিৎসার জন্য ভারতে যান। কিন্তু সিলেটে স্বাস্থ্যসেবা খাতের মান উন্নত করা গেলে ভারতের সেভেন সিস্টার থেকে রোগীরা এখানে সেবা নিতে আসবেন। 

মন্ত্রী করোনাকালীন মাউন্ট এডোরা হাসপাতাল কোভিড রোগীদের সেবা নিশ্চিত করায় প্রতিষ্ঠানটির প্রশংসা করেন । মন্ত্রী ক্যাথল্যাব উদ্বোধনের পাশাপাশি হাসপাতালের মডিউলার অপারেশন থিয়েটারও পরিদর্শন করেন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটিতে বিএনপির পক্ষ থেকে কোনো নাম প্রস্তাব না করা সঠিক হয়নি। তারা পেছনের  দরজা দিয়ে ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে দুমড়ে মুচড়ে ধ্বংস করে দিয়েছে। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপিকে নির্বাচন করতে হলে নির্বাচন প্রক্রিয়ার মধ্যদিয়েই আসতে হবে। জনগণের কাছে যেতে হবে। আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। আমরা গণতন্ত্রকে সম্মান করি। আওয়ামীলীগ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে। গণতন্ত্রকে পাকাপোক্ত করার জন্য লড়াই করেছে। আমরা গণতান্ত্রিক নিয়মে বিশ্বাস করি। 

Place your advertisement here
Place your advertisement here