• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

সার্চ কমিটিতে পাওয়া ৩২২ জনের নাম প্রকাশ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২২  

Find us in facebook

Find us in facebook

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার পদে নিয়োগের জন্য সার্চ কমিটি (অনুসন্ধান কমিটি)-তে জমা হওয়া ৩২২ জনের নামের তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে সাবেক সেনাপ্রধান, ৯ সিনিয়র সচিবও রয়েছেন।

সোমবার রাত ৮টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে জমা পাওয়া নাম প্রকাশ করা হয়। অন্যদিকে আগামীকাল মঙ্গলবার বিশিষ্ট আট সাংবাদিকের সঙ্গে সার্চ কমিটির বৈঠক রয়েছে।

গতকাল রবিবার সার্চ কমিটির প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সাংবাদিকদের জানান, অনুসন্ধান কমিটির কাছে জমা হওয়া সব নাম ওয়েবসাইটে তুলে দেওয়া হবে। এর ফলে গণমাধ্যম এই তালিকা প্রকাশ করতে পারবে।

প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগে যোগ্য ব্যক্তি বাছাইয়ে রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠনসহ ব্যক্তিপর্যায়ে মোট ৩২৯ জনের নাম প্রস্তাব পায় অনুসন্ধান কমিটি। গত শনিবার এই তথ্য জানিয়েছেন অনুসন্ধান কমিটির সাচিবিক দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

Place your advertisement here
Place your advertisement here