• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

সরকারের মানবিক সহায়তা চলমান থাকবে: পরিবেশমন্ত্রী 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ জুলাই ২০২১  

Find us in facebook

Find us in facebook

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার করোনা মহামারির শুরু থেকে এ পর্যন্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে যাচ্ছে। সরকারের এ মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে। কেউই খাদ্যের অভাবে থাকবে না।   

রোববার ঈদ উপলক্ষে মৌলভীবাজারের জুড়ীতে ৯ হাজার ১৯২ দুস্থ ও অসহায় ব্যক্তির মাঝে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ’র চাল বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় উপস্থিত জনপ্রতিনিধিসহ সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে পরিবেশমন্ত্রী বলেন, এদেশের মালিক জনগণ। তাই সর্বোচ্চ গুরুত্ব ও সম্মানের সঙ্গে জনগণের মাঝে ত্রাণ বিতরণ করতে হবে। সতর্কতার সঙ্গে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলতে সবার প্রতি আহ্বান জানাই।

জুড়ীর ইউএনও সোনিয়া সুলতানার সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রনজিতা শর্ম্মা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here