• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

পশুর হাটে স্বাস্থ্যবিধি লঙ্ঘন উদ্বেগজনক: স্বাস্থ্য অধিদফতর

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ জুলাই ২০২১  

Find us in facebook

Find us in facebook

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সারাদেশের কোরবানির পশুর হাটগুলোতে স্বাস্থ্যবিধি লঙ্ঘন হচ্ছে উল্লেখ করে বিষয়টি উদ্বেগজনক বলে মনে করছে স্বাস্থ্য অধিদফতর।

রোববার দুপুরে সারাদেশের করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত নিয়মিত করোনা বুলেটিনে অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ উদ্বেগের কথা জানান। 

ডা. নাজমুল ইসলাম বলেন, যেখানে জনস্বাস্থ্যের বিষয়টি জড়িত সেখানে আমাদের উদ্বেগের বিষয়টি বরাবরই বলি। এরই মধ্যে সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ করার বিষয়ে সুনির্দিষ্ট পরামর্শ দিয়েছি। কোরবানির পশুরহাট স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেখভাল করা হয়। বিষয়টি নিয়ে তারাও নজরদারিতে আছেন। ক্রেতা-বিক্রেতা সবার সচেতনতা ও দায়িত্ববোধের বিষয়টি গুরুত্বপূর্ণ মনে করি।

নাজমুল ইসলাম আরো বলেন, সিভিল সার্জন ও ডিসিদের নেতৃত্বে মনিটরিং টিম রয়েছে। তারা তাদের মতো করে দেখভাল করছেন। আমরা প্রত্যেকেই দায়িত্বশীল নাগরিক। দায়িত্বের জায়গাটি তাদের মনে করিয়ে দেওয়া এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের প্রত্যেকেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যে যার জায়গা থেকে প্রত্যেকের ভূমিকাটি যদি আমরা যথাযথভাবে পালন করি তাহলে স্বাস্থ্যবিধির বিষয়টি আরেকটু ভালোভাবে মেনে চলা সম্ভব।

Place your advertisement here
Place your advertisement here