• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

গরিবের কষ্টে প্রধানমন্ত্রীর হৃদয়েও রক্তক্ষরণ হয়- শিক্ষা উপমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ জুলাই ২০২১  

Find us in facebook

Find us in facebook

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, লকডাউনে গরিব মানুষের কষ্ট হয়। সেই কষ্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হৃদয়েও রক্তক্ষরণ হয়। কিন্তু লকডাউন না মেনে পরিবারের কর্মক্ষম ব্যক্তিটি যদি করোনা আক্রান্ত হয়ে মারা যান; তাহলে সেই পরিবারটি তো অসহায় হয়ে পড়বে। তাই লকডাউনের সাময়িক কষ্ট মেনে নিয়ে সচেতন থাকতে হবে, তাহলে করোনার প্রকোপ কমে যাবে।

শনিবার চট্টগ্রামের লালখান বাজারে শহীদ নগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নিম্ন আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার চাল-ডাল ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপমন্ত্রী এসব কথা বলেন।

উপমন্ত্রী বলেন, করোনা সংক্রমণের কারণে বাধ্য হয়ে সরকারকে লকডাউন ঘোষণা করতে হচ্ছে। লকডাউনে গরিব মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী রাষ্ট্রের সব দরজা খুলে দিয়েছেন। সাধারণ মানুষকে যতটুকু সম্ভব খাবার ও অর্থ দিয়ে সহযোগিতা করা হচ্ছে। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী চান লকডাউনে মানুষ ঘরে থাকুক। লকডাউন চলুক কিংবা শিথিল থাকুক, সকলে যেনো মাস্ক পরে থাকেন। মাস্ক পরাটা শতভাগ নিশ্চিত করতে পারলে করোনা বাংলাদেশে অনেকাংশে কমে যাবে।

লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক আহমেদ, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, কাউন্সিলর আঞ্জুমান আরা প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here