• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

৫৬০ মডেল মসজিদ নির্মাণ বিশ্বের ইতিহাসে বিরল: ধর্ম প্রতিমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২১  

Find us in facebook

Find us in facebook

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, সারাদেশে একযোগে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ বিশ্বের ইতিহাসে বিরল। 

তিনি বলেন, এসব মসজিদ নির্মাণে বৈদেশিক সাহায্য পাওয়ার কথা থাকলেও তা পাওয়া যায়নি। তবুও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব মসজিদ নির্মাণ প্রকল্প বন্ধ করেননি। সম্পূর্ণ দেশীয় অর্থায়নে ১০ হাজার কোটি টাকা ব্যয়ে এসব মসজিদ নির্মাণ করে তিনি ইসলামের প্রতি গভীর দরদ ও মমত্ববোধ প্রদর্শন করেছেন। আগামী মার্চ মাসে প্রধানমন্ত্রী এসব মডেল মসজিদ উদ্বোধন করবেন বলেও জানিয়েছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরে নির্মাণাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজ পরিদর্শনকালে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব প্রয়াত মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের কবর জিয়ারত করেন প্রতিমন্ত্রী।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিব জিতুর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এ সময় অন্যদের মধ্যে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের এমপি প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আহসান উল্লাহ, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান, সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার আবদুস সালাম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াছিন চৌধুরী, লোহাগাড়া থানার ওসি জাকির হোসাইন মাহমুদ, প্রমুখ উপস্থিত ছিলেন।

Place your advertisement here
Place your advertisement here