• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

মোমবাতি জ্বালিয়ে ‘আঁধার ভাঙার’ শপথ নারীদের 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ মার্চ ২০২০  

Find us in facebook

Find us in facebook

‘প্রজন্ম হোক সমতার, নিশ্চিত হোক নারী অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবসের প্রথম প্রহরে মোমবাতি জ্বালিয়ে আঁধার ভাঙার শপথ নিয়েছেন নারীরা।
কেন্দ্রীয় শহীদ মিনারে রোববার রাত ১২টা ১ মিনিটে এ শপথ নেন তারা। শপথবাক্য পাঠ করান ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের’ উপদেষ্টা ও এশিয়াটিক সোসাইটির সভাপতি মাহফুজা খানম।

অনুষ্ঠানে ঢাবি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, যে প্রতিপাদ্য সামনে রেখে নারী দিবস উদযাপিত হচ্ছে, সেটিকে যেন আমরা মনেপ্রাণে ধারণ করি। নারীর মর্যাদা, অধিকার সংরক্ষণে আমরা পিছিয়ে আছি, সেটি দূর করতে আমাদের প্রতিজ্ঞা করতে হবে। নারীর অধিকারের বিপক্ষে যত শক্তি আছে পরাজিত করতে হবে।

এদিন কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল, শামসুন্নাহার হল, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল, কুয়েত মৈত্রী হল, কবি সুফিয়া কামাল হলের ছাত্রীসহ বিপুল সংখ্যক নারী মিলিত হন।

এর আগে নারী নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রতিবাদী গান ও নৃত্য পরিবেশন করা হয়। স্লোগানে স্লোগানে নারীরা নিজেদের অধিকার আদায়ের কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের কো-চেয়ারপারসন শাহীন আনাম প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here