• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

জন্মশতবার্ষিকী উদযাপন ব্যর্থ করার জন্য ষড়যন্ত্র চলছে- কৃষিমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ মার্চ ২০২০  

Find us in facebook

Find us in facebook

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করতে যাচ্ছি। সেটাকে ব্যর্থ করার জন্য নানা ষড়যন্ত্র চলছে।
শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের বঙ্গবন্ধু ভিআইপি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ভারত স্বাধীনতা যুদ্ধে আমাদের এক কোটি মানুষকে খাবার দিয়েছে, আশ্রয় দিয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আসবেন এটা আমাদের জন্য সম্মানের। মোদি অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন।

টাঙ্গাইল প্রেসক্লাবের ২০২০-২১ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ সদস্যদের পরিচিতি সভার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল-৮ আসনের এমপি জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইল-৫ আসনের এমপি ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ আসনের এমপি তানভীর হাসান, টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম।

Place your advertisement here
Place your advertisement here