• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

বাংলাদেশসহ ৭ দেশের সঙ্গে কুয়েতের বিমান চলাচল স্থগিত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ মার্চ ২০২০  

Find us in facebook

Find us in facebook

শুধু চীন নয়, করোনাভাইরাসের থাবা এখন সারা বিশ্বে। বিশ্বের দুই তৃতীয়াংশ দেশই এখন এই ভাইরাসে আক্রান্ত। প্রতিটি দেশই তাদের সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে করোনা বিস্তার রোধে। এরই ধারাবাহিকতায় কুয়েতের বেসামরিক বিমান চলাচল অধিদফতর বাংলাদেশসহ সাতটি দেশের সঙ্গে বিমান চলাচল স্থগিত করেছে। আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।

এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হলো- মিশর, লেবানন, সিরিয়া, ফিলিপাইন, ভারত এবং শ্রীলঙ্কা। এক সপ্তাহের জন্য বিমান চলাচল স্থগিত থাকবে।

এসব দেশের নাগরিকরা যারা দেশগুলোতে গত দুই সপ্তাহ ধরে অবস্থান করছেন তাদের কুয়েত প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। তবে কুয়েতের নাগরিকরা এসব দেশ থেকে এলে কোয়ারেন্টাইন প্রক্রিয়া শেষ করে তাদের প্রবেশ করতে দেয়া হবে বলে জানিয়েছে দেশটির বেসামরিক কর্তৃপক্ষ।

এরই মধ্যে বিশ্বের প্রায় একশ’ দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এতে কোভিড-১৯ রোগে প্রায় সাড়ে তিন হাজার মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন এক লাখ ৮৪০ জন। আর কুয়েতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৮ জন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Place your advertisement here
Place your advertisement here