• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

করোনা প্রতিরোধে ‘র‌্যাপিড রেসপন্স টিম’ প্রস্তুত- আইইডিসিআর

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ মার্চ ২০২০  

Find us in facebook

Find us in facebook

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)  এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, করোনাভাইরাস প্রতিরোধে দেশের জেলা-উপজেলা পর্যায়ে ‘র‌্যাপিড রেসপন্স টিম’ প্রস্তুত রাখা হয়েছে। শুক্রবার রাজধানীর মহাখালীতে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি আরো বলেন, করোনাভাইরাস নেই এমন সনদ ছাড়া বাংলাদেশি প্রবাসীদের জন্য কুয়েত সরকারের যে বিজ্ঞপ্তি ছিল, তা আপাতত শিথিল করেছে দেশটি। কুয়েত সরকারের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগের পর দেশটিতে প্রবেশের অনুমতি দিয়েছে।

চীন ও দক্ষিণ কোরিয়ায় কিছুটা কমলেও, ইতালিতে ভয়াবহ রূপ নিয়েছে করোনাভাইরাস। একদিনে মারা গেছে অন্তত ৪১ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৮ জনে।

ইতালির ২২ অঞ্চলে ছড়িয়েছে ভাইরাসের প্রাদুর্ভাব। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মারা গেছে আরো একজন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২তে। আক্রান্ত দুই শতাধিক। জনশূন্য হয়ে পড়েছে, পবিত্র কাবা শরিফ। ফিলিস্তিনে ২ জন আক্রান্তের পর, বন্ধ হয়ে গেছে বেথলেহেমের ন্যাটিভিটি চার্চ। ইরানে ১শ ছাড়িয়েছে প্রাণহানি। আক্রান্ত সাড়ে ৩ হাজার। 

যুক্তরাজ্যে ১ এবং ফ্রান্সে নতুন করে মারা গেছেন ৩ জন। জার্মানিতে একদিনে ১৩৮ ও ফ্রান্সে ১০৯ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্ত তালিকায় আছেন এক ফরাসি এমপিও।

এদিকে, সৌদি আরবে ওমরা হজ পালনের ওপর নিষেধাজ্ঞা আরো ১৪ দিন বাড়িয়েছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি এয়ারলাইন্স আগামী ৩১শে মার্চ পর্যন্ত ওমরা যাত্রীদের নিয়ে কোন ফ্লাইট চালাবে না। এর আগে, বুধবার ওমরা হজ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে সৌদি আরব। দেশটিতে পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত।

Place your advertisement here
Place your advertisement here