• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

স্বামীর বাড়িতে ফেরা হলো না গোলবানুর

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৪  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুরের পার্বতীপুরে নৈশ্যকোচের ধাক্কায় গোলবানু (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি ঘনেশ্যামপুর কুটিপাড়া গ্রামের লাবলু মিয়ার স্ত্রী।

জানা গেছে, বাবাকে দেখতে শ্বশুরবাড়ি হাবড়া ইউনিয়নের ঘনেশ্যামপুর কুটিপাড়া থেকে পলাশবাড়ী ইউনিয়নের দরগাপড়া গ্রামে আসেন গোলবানু। রাত ৯টার দিকে ছেলে শাহাদত হোসেন (১০) ও ননদের স্বামী সাজু মিয়াকে (২৪) নিয়ে ভ্যানযোগে ফের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হন গোলবানু। কিছু সময় পর ভ্যানটি পার্বতীপুর-ফুলবাড়ী মহাড়কের এরশাদ নগর এলাকায় পৌঁছে।

এ সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি নৈশ্যকোচ ঘটনাস্থলে পৌঁছালে গোলবানু আতঙ্কিত হয়ে ভ্যান থেকে নেমে রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। এতে বাসের ধাক্কায় তার মাথা ফেটে গুরুতর আহত হন। পরিবারের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভ্যানের অন্য যাত্রীরা অক্ষত রয়েছেন।

খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here