• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

প্রধানমন্ত্রীর পরামর্শে আবেদন করলেন সেই তামান্না

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২২  

Find us in facebook

Find us in facebook

এক পা দিয়ে লিখে এইচএসসিতেও জিপিএ ৫ পাওয়া অদম্য শিক্ষার্থী তামান্না নূরা 'বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে' আবেদন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে তামান্না এই আবেদন করেন। আজ বুধবার তামান্নার বাসা থেকে আবেদনপত্রটি গ্রহণ করে উপজেলা প্রশাসন।

তামান্নার বাবা রওশন আলী জানান, সকাল ৮টার সময় তামান্নার আবেদনটি গ্রহণ করেন ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. নাজিব হাসান।

সন্ধ্যায় যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান জানান, তামান্নার আবেদন আমাদের কাছে পৌঁছেছে। তার নিজের ও তার আঁকা কয়েকটি ছবি চেয়েছি। ছবিগুলো আসলে আবেদন আগামীকাল (বৃহস্পতিবার) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হবে।

তামান্না জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে আমি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে আবেদন করেছি। আমার স্বপ্ন পূরণে তিনি এগিয়ে আসায় আমি তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই।

এর আগে, এইচএসসিতে জিপিএ-৫ পাওয়ায় তামান্নাকে সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা ফোনে অভিনন্দন জানান। এ সময় প্রধানমন্ত্রী তামান্নার স্বপ্ন পূরণে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে আবেদন করার পরামর্শ দেন।

Place your advertisement here
Place your advertisement here