• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

`করোনা চিকিৎসায় প্রস্তুত রাখা হচ্ছে রেলওয়ে হাসপাতাল` 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ মার্চ ২০২০  

Find us in facebook

Find us in facebook

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুত রাখা হচ্ছে রেলওয়ের হাসপাতালগুলো। গতকাল শনিবার (২১ মার্চ) রাতে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোফাজ্জল হক বিষয়টি নিশ্চিত করেন।

এ সময় তিনি বলেন, 'স্বাস্থ্য মন্ত্রণালয়কে আমরা সার্বিক সহায়তা করছি। প্রথম অবস্থায় করোনা রোগীদের চিকিৎসার জন্য রেলওয়ে এই হাসপাতাল দুটোকেই প্রস্তুত করা হয়েছে। প্রয়োজন হলে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের অন্যান্য রেলওয়ে হাসপাতালগুলোকেও প্রস্তুত করা হবে।'

তিনি বলেন, 'স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে হাসপাতালগুলো প্রস্তুত করার বিষয়ে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছিল। আমরা সে বিষয়ে কাজ করছি। ইতোমধ্যেই সবচেয়ে বড় কমলাপুর রেলওয়ে হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। তাছাড়া চট্টগ্রামের বক্ষব্যাধি রেলওয়ে হাসপাতালও প্রস্তুত করা হয়েছে।

রেল সচিব প্রস্তুতির বিষয়ে বলেন, 'করোনা মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে রেলপথ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। তাছাড়া রেল স্টেশনগুলোতে থার্মাল স্ক্যানার, হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়েছে। ট্রেনে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। যাত্রীদের সচেতনতায় প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।'

উল্লেখ্য, রেলওয়ের হাসপাতালগুলোতে রেলে যারা কাজ করেন সেসব কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসা দেওয়া হয়। তবে বেশিরভাগ সময়ই এসব হাসপাতালে রোগী থাকে না। তবে করোনা আক্রান্ত রোগী এই হাসপাতালে আসলে অন্য রোগীদের সরিয়ে নেওয়া হবেও জানা গেছে।

Place your advertisement here
Place your advertisement here